রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক খুলে দেওয়া হয়েছে। উঠিয়ে নেওয়া হয়েছে ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড়ের ব্যারিকেড। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এই দুটি ব্যারিকেড উঠিয়ে নেওয়ার পর থেকে ওই সড়ক দিয়ে শুরু হয়েছে মানুষের চলাচল, চলছে যানবাহনও। পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে এই মুহূর্তে অবস্থান করছে। কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না নেতাকর্মীদের। এর আগে জরুরিসেবার সঙ্গে জড়িতদের ছাড়া ওই রাস্তা দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছিল না কাউকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকে বন্ধ নাইটিঙ্গেল মোড়। পরে আজ ফকিরাপুলেও পুলিশের ব্যারিকেড দেখা গেছে। ওই সব সড়কে বন্ধ ছিল যান চলাচল। অবস্থান করছিল পুলিশ।
পরে জানা যায়, বিএনপির কার্যালয়ের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রাইম সিনের লোকজন কাজ করছিল বলে বন্ধ রাখা হয় ওই সড়ক। জানতে চাইলে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু এনটিভি অনলাইনকে বলেন, ‘ভেতরে আমাদের ক্রাইম সিনের লোকজন কাজ করছে। নিরাপত্তা বজায় রাখতে আমরা সবাইকে ঢুকতে দিচ্ছি না। সাংবাদিক বা সাধারণ মানুষদের ঢুকতে দিলে বিশৃঙ্খলা তৈরি হবে। সেজন্য জরুরি সেবার সঙ্গে জড়িত এমন মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যারা এর মধ্যে বসবাস করেন, তাদের পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।’
পরে বিকেল ৩টা ৫৫ মিনিটে নাইটিঙ্গেল মোড় থেকে খুলে দেওয়া হয়েছে বিএনপি কার্যালয়ের বিপরীত দিকের সড়ক। এরপর সোয়া ৪টার পর কার্যালয়ের ভেতরে ডগ স্কোয়াড নিয়ে বের হতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। এর কিছুক্ষণ পর থেকে ওই সড়কে চলতে শুরু করে যানবাহন।
এএ