কক্সবাজার কিংবা কুয়াকাটায় গিয়ে সুর্যাস্তের সময় হাতের তালুতে সুর্য্য রেখে কিংবা আগ্রায় গিয়ে দূর থেকে তাজমহলের মাথায় আঙুল রেখে ছবি তোলার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। বিশাল প্রকৃতি কিংবা কোন বস্তুকে একটু দূরে রেখে তা হাতের মুঠোয় বন্দী করার এ যেন দারুণ এক খেলা। এমনই কিছু খেলার ছবি এখানে হাজির করা হলো সানবিডি২৪ ডটকমের পাঠকদের জন্য। নিছকই মজার জন্য এই পোস্ট।
কাগজে আঁকা ছবি, ক্যামেরার লেন্স, আর প্রকৃতির কি দারুণ এক কম্পোজিশন ধরা পড়েছে এই ছবিতে
দেয়ালে আঁকা পতঙ্গই কি আলোর উৎস?
এটি সূর্য্য নাকি রাস্তার বাতি?
দেখুন তো এটি কি? পার্কের রোলার কোস্টার নাকি সাইকেলের সামনের চাকা?
গ্লাসের ওপর পিড়রার সাথে কি তবে হেলিকপ্টার যুদ্ধ করতে এলো?
শস্যক্ষেতের আইল আর মেয়েটির মাথার সিথি একাকার
বোতলজাত পানি বিক্রেতাদের জন্য এটি হতে পারে একটি ভালো বিজ্ঞাপনের ধারণা
বডিস্প্রে থেকে কি বের হচ্ছে? পারফিউম নাকি মেঘ?
মন্তব্য নিষ্প্রয়োজন
ফটোশপ নাকি ফটোগ্রাফি?
মাথার খুলিকেও জীবন্ত করে তুললো যে প্রজাপতি
একটু দূর থেকে দেখুন কিছু বুঝতে পারেন কি না?
রাস্তার চলন্ত গাড়িকেও খেলনা বানিয়ে ছাড়লো লোকটা
গৃহিনীর চোখ রাঙানী ফুটে উঠলো রান্নাঘরের বেসিনে
হোয়াট অ্যা কম্পজিশন!
ছবিটা যদি বুঝতে না পারেন তবে তা ডাউনলোড দিয়ে বাম দিকে ঘুরান, এরপর দেখুন কিছু বোঝা যায় কি না?
উড়ে যায় পাখি, রেখে যায় স্মৃতি (?)
সবশেষে এক কাপ কফি হাতে নিন, এরপর দেখুন ছবিতে কি হচ্ছে..