বাংলাদেশের যেকোনও ইস্যুতে অযাচিত মন্তব্য বা হস্তক্ষেপ না করতে বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী জালিয়াতি শুধু বাংলাদেশে নয়, আমেরিকাতেও হয়। ‘অনুগ্রহ’ করে বন্ধুত্বটা নষ্ট করবেন না আপনারা। আমেরিকার সঙ্গে সবসময় বন্ধুত্ব চাই আমরা।
তিনি বলেন, আপনারা এদেশের আদালত পাড়া নিয়ে কথা বলেন। কিন্তু নিজের দেশের অবস্থা কী? সেখানেও মানবাধিকারসহ নানা বিষয় লঙ্ঘিত হয়।
এম জি