১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ খবর জানিয়েছেন।