আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, কূটনীতিকরা একটা সাইডে মোটিভেটেড হয়ে আছে। ঘটনা ঘটার আগেই তারা একটা বিবৃতি দেয়।
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে অভ্যর্থনা উপ-কমিটির প্রস্তুতি সভায় আজ (শুক্রবার) তিনি এসব কথা বলেন।
ফজলুল করিম বলেন, আমি দেখেছি, পুলিশের রক্ত ঝড়ছে, টেলিভিশনেই দেখা গেছে। সেটার বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। তাদের বক্তব্য এমন ভাবে আসছে যে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।
তিনি আরও বলেন, আমেরিকার নির্বাচনের সময়ও অনেক গণ্ডগোল হয়েছে, আমরা নাক গলিয়েছি? আমার দেশের রাজনীতি নিয়ে দয়া করে নাক গলাবেন না। আমার দেশের রাজনীতি আমার দেশের জনগণই নির্ধারণ করবে।
নির্বাচন সংবিধান অনুসারে হবে উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের বাইরে নির্বাচন হবে না। এখন তারা একটা কথা বলে, এখানে বসে যাবে, ওখানে বসে যাবে, অমুককে টেনে নামাবে, এসব কথার ভেতর আমরা থাকব না। আমরা আমাদের সম্মেলনকে গুরুত্ব দেবো।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. জমির, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডা. হাবিবে মিল্লাত, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
এএ