চলতি মৌসুমে অস্ট্রেলিয়ায় রেকর্ড গম উৎপাদনের সম্ভাবনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১০ ১০:৩৬:৪১

অস্ট্রেলিয়া চলতি মৌসুমে রেকর্ড গম উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্যুরো অব এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিকস অ্যান্ড সায়েন্স।
অক্টোবরে ২০২২-২৩ বিপণন মৌসুম শুরু হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে মৌসুম শেষ হবে। এ মৌসুমে ৩ কোটি ৬৬ লাখ টন গম উৎপাদনের প্রত্যাশা করছে ব্যুরো। গত মাসে প্রতিষ্ঠানটি ৩ কোটি ২২ লাখ টন উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল।
এ বিষয়ে ব্যুরো প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ বিপণন মৌসুমে অস্ট্রেলিয়ায় ৩ কোটি ৬৪ লাখ টন গম উৎপাদন হয়েছিল। এ মৌসুমে সে তুলনায় দুই লাখ টন বাড়বে।
ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোয় পর্যাপ্ত বৃষ্টিপাত মার্টিতে আর্দ্রতা ও উর্বরতার হার বাড়িয়েছে, যা উৎপাদন বাড়াতে অনুঘটকের ভূমিকা পালন করছে। এ মৌসুমে পশ্চিম অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ গম উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
পশ্চিম অস্ট্রেলিয়ায় ১ কোটি ৩০ লাখ টন গম উৎপাদনের প্রাক্কলন করা হয়েছে। এর আগের পূর্বাভাসে যার পরিমাণ ছিল ১ কোটি ১০ লাখ টন। অন্যদিকে নিউ সাউথ ওয়েলসে উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৯১ লাখ টনে।
২০২২-২৩ বিপণন মৌসুমে অস্ট্রেলিয়ায় ১ কোটি ৩০ লাখ হেক্টর জমিতে গম আবাদ করা হতে পারে। গত মৌসুমের মতোই আবাদ অপরিবর্তিত থাকবে বলে মনে করছে ব্যুরো।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













