তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। একই সঙ্গে সেরা ইলেভেনে জায়গা পেয়েছেন ইয়াসির আলী। ফলে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।
অন্যদিকে ভারতের একাদশেও এসেছে দুটি পরিবর্তন। ইনজুরির কারণে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও দীপক চাহার। একাদশে জায়গা পেয়েছেন ঈশান কিষাণ ও কুলদীপ যাদব। অধিনায়কত্ব করছেন লোকেশ রাহুল।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ভারত একাদশ
ঈশান কিষাণ, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।