ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ০৪ থেকে ০৮ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৭৫টির বা ২০.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে সোনালী আঁশের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সোনালী আঁশের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৩৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩৪৬ টাকা বা ৪৪.৩৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনালী আঁশ ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যালের ১৪.৯৬ শতাংশ, ইজেনারেশনের ১১.২০ শতাংশ, নাভানা ফার্মার ১০.৮৬ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১০.৬৭ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ৮.৫৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৮.৫৩ শতাংশ, হাক্কানি পাল্পের ৭.৩০ শতাংশ, সোনালী পেপারের ৭.০২ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৭৫ শতাংশ কমেছে।
এনজে