রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় অবস্থান করছেন।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে ও দুপুরে দুই দফায় বিএনপি সমর্থক সন্দেহে ১০-১২ জনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্যতম প্রবেশমুখ নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে থেকে আটক করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর মারধর ও মোবাইল ফোন ঘাঁটার পর তাদের পুলিশের হাতে তুলে দেয় তারা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুই দফায় ১০-১২ জনকে আমরা পুলিশে দিয়েছি। তাদের মোবাইল ফোন চেক করে বিএনপি সমর্থক বলে নিশ্চিত হয়েই শাহবাগ থানা-পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
রিয়াজুল ইসলাম আরও বলেন, বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা নিয়ে ঢাকায় এসেছে। এসব সন্ত্রাসীকে রুখতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ আছে। আমরা বিএনপি-জামায়াতের অশুভ রাজনীতির কবর রচনা করবই।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাফর এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, বিষয়টি তার জানা নেই।