আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ১০ ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করেছেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। সেই নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে আবারও ক্ষমতায় আনতে হবে।
এটাই হোক আমাদের প্রত্যয়।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারের আওয়ামী লীগের সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন। সাভার রেডিও কলোনি মাঠে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ সমাবেশে বক্তব্য রেখেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।
এএ