ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইসলামী কর্পোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি)-এর নামে নতুন শেয়ার ইস্যুর জন্য মূলধন বাড়াবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১৭ মে মঙ্গলবার বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। গতকাল ৩ মার্চ রোববার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ, আইসিডি ১৪ টাকা দরে আল-আরাফাহ্ ব্যাংকের ১১ কোটি ৪ লাখ ৭৮ হাজার ৪৯২টি শেয়ার কিনবে। এ বিষয়ে ২৯ মার্চ প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি হয়েছে। এর জন্য ব্যাংকটিকে মূলধন বাড়িয়ে নতুন শেয়ার ইস্যু করতে হবে। এ শেয়ার ইস্যুর অনুমোদনের জন্যে ইজিএম আহ্বান করা হয়েছে।
১৭ মে সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনে আল-আরাফাহ্ টাওয়ারে এই ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমোদন চেয়ে আবেদন জানানো হবে। এই অনুমোদন পাওয়া গেছে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।