ছেলের আকিকা আর গ্রামে ইসলামী জলসা উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন সেনাসদস্য নাইচ আলী (২৯)। শুক্রবার (৯ ডিসেম্বর) ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। রোববার (১১ ডিসেম্বর) ছিল ছেলের আকিকা। তবে এই আয়োজন মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হয়।
ছেলের আকিকার বাজার করতে গিয়ে বাসচাপায় মারা যান নাইচ আলী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ কার্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্য আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মহিতুড় গ্রামের আক্কাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাসদস্য নাইচ আলীর দুই সন্তান। মেয়ের বয়স তিন বছর আর ছেলে নবজাতক। গ্রামে ইসলামী জলসা এবং তার নবজাতকের আকিকার জন্য ছুটি নিয়ে বাড়িতে আসেন তিনি। আজ বাড়িতে নবজাতকের আকিকার আয়োজন করেন। সকালে বাড়িতে একটি গরু জবাই করে মাংস আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিলি করেন। দুপুরে বাড়িতে খাবারের আয়োজন ছিল। সেই উপলক্ষে বাজার করতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। আক্কেলপুর পৌর শহরের উপজেলা পরিষদ ভবনের পাশের সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সড়কের ওপর পড়ে যান তিনি। এসময় পেছনে থাকা বগুড়া থেকে ছেড়ে আসা আক্কেলপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নাইচ আলী।
স্থানীয় ইউপি সদস্য বাবু হোসেন বলেন, কয়েক দিন আগে নাইচ আলী ছেলে সন্তানের বাবা হয়েছেন। ছেলের আকিকার জন্য আজ রোববার সকালে গরু জবাই করে মাংস বিলি করেছেন। পরে মোটরসাইকেল নিয়ে ছেলের আকিকার বাজার করতে গিয়ে বাসচাপায় মারা গেছেন।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বাসচাপায় সেনাসদস্য নাইচ আলী মারা গেছেন। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএ