আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপি খারাপ ভাষায় কথা বললে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির সংসদ থেকে পদত্যাগ সিন্ধুর মাঝে বিন্দু। এতে সংসদ অচল হবে না। এই বুদ্ধি যারা দিয়েছেন তারা অচিরেই পস্তাবেন।
ওবায়দুল কাদের বলেন, পতন যখন শুরু হয় তখন মানুষ ইচ্ছার বাইরেও ভুল করে। বিএনপির সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্তও ভুল।
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কবে সেক্রেটারি জেনারেল হয়েছেন তার মনে নেই। সম্মেলন কবে হয়েছে তা তিনি জানেন না।
তিনি আরও বলেন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে ভোট চুরি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে। গতকাল দেশের আকাশে যে মেঘ ছিল তা কেটে গেছে, আতঙ্ক দূর হয়েছে। দেশের মানুষের মধ্যে স্বস্তি এসেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের কাছে আমদানি করার জন্য পাঁচ মাসের রিজার্ভ আছে। রিজার্ভ কমে গিয়েছিল, এখন আবার বাড়ছে। দেশের মানুষকে মেরে উন্নয়ন করা, এমন উন্নয়ন শেখ হাসিনা চান না। আগে দেশের মানুষকে বাঁচাতে হবে তারপর বড় বড় মেগা প্রকল্প পুনরায় হাতে নেওয়া হবে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনকে সভাপতি ও অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।
এএ