ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার সাদা পোশাকের লড়াইয়ের পালা। ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে দল ঘোষণা করেছে ভারত। আঙুলের চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা।
চোট নিয়েই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিলেন রোহিত। কিন্তু খেলা শেষে দেশে ফিরে যান। মুম্বাইয়ে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে দ্রুতই ফেরার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ফিরতে পারেননি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল টিম জানিয়েছে, দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন রোহিত।
রোহিত না থাকায় প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। তার ডেপুটি হিসেবে থাকবেন চেতেশ্বর পূজারা। রোহিতের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরন। এদিকে, রোহিতের পাশাপাশি ছিটকে গেছেন মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা। তারা পুরো সিরিজই খেলতে পারবেন না।
ভারতের স্কোয়াড
লোকেশ রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (সহ অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত (উইকেটকিপার), কেএস ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরন, নভদীপ সাইনি, সৌরভ কুমার এবং জয়দেব উনাদকাট।
এম জি