চলচ্চিত্র পরিচালক খোকন আর নেই

প্রকাশ: ২০১৬-০৪-০৪ ১১:৪৭:৫৭


Khokonবিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন আর নেই। সোমবার সকাল সোয়া ৮টায় রাজধানীর উত্তরার আধুনিক হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সোমবার বাদ জোহর এফডিসিতে শহীদুল ইসলাম খোকনের জানাজা হবে। তাকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্র শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।

শহীদুল ইসলাম খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতি, শিল্পী সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি।