বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, মানুষের কল্যাণে কাজ করেছি। মানুষ হিসেবে আমিও ভুলভ্রান্তির ঊর্ধ্বে নই, কিছু ভুলভ্রান্তি হতে পারে, এজন্য মানুষের কাছে ক্ষমা চাই।
সোমবার (১২ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এটিই তার শেষ ব্রিফিং। আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) তিনি চাকরি থেকে অবসরে যাচ্ছেন।
দীর্ঘদিন দক্ষতার সঙ্গে দায়িত্বপালন করায় মন্ত্রিসভার বৈঠকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।
খন্দকার আনোয়ারুল ইসলাম ২৮ অক্টোবর ২০১৯ তারিখে মন্ত্রিপরিষদ সচিব পদে যোগদান করেন। তিনি টানা ৪০ বছর বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেছেন। এসময়কালে শুধু সচিব হিসেবেই তিনি ১১ বছর দায়িত্ব পালন করেন।
অবসরে কী করবেন সাংবাদিকদের এমন প্রশ্নে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখনও এ বিষয়ে কিছু ঠিক করিনি।
আগামী রোববার নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার দায়িত্ব নিচ্ছেন।
এএ