পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিবর্তে কনফিডেন্স সিমেন্ট পিএলসি নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে। শেয়ারহোল্ডার এবং বিএসইসির সম্মতি সাপেক্ষে কোম্পানিটি নাম পরিবর্তন করতে পারবে।
কোম্পানিটি জানায়, কনফিডেন্স সিমেন্ট সংঘস্বারকের কিছু সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করতে পারবে। কোম্পানিটির টাইটেল নথি, লাইসেন্স এবং অন্যান্য নথিতে নতুন নাম ব্যবহার করবে।
এনজে