রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় দুই দেশ থেকে ১ লাখ ৩০ হাজার টন ইউরিয়া ও এমওপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১৪ ডিসেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
আরব আমিরাত ও কানাডা থেকে এই সার কিনতে মোট ৮৫৩ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮৯৯ টাকা খরচ হবে।
এরমধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১৬৩ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৯৬৯ টাকায় ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।
এ ছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ১০তম লটে ৩৪৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার ৪৬৫ টাকায় ৫০ হাজার টন এবং ১১তম লটে ৩৪৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার ৪৬৫ টাকায় আরও ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করবে সরকার।
এম জি