৩ লাখ ৩৮ হাজার টাকা সিসি লোনের বিপরীতে জালিয়াতি করে ৪৫ লাখ ৪০ হাজার টাকার দাবি নিয়ে লক্ষ্মীপুরের ব্যবসায়ী মো. তসলিম উদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের চেক ডিজঅনারের মামলা দায়েরের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে এ কমিটি গঠন করে আগামী ২৮ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার সাকিব মাহবুব। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাফিউল ইসলাম।
এএ