বিক্ষোভ সহিংসতার জেরে দেশজুড়ে জরুরি অবস্থা জারি হলো পেরুতে। বুধবার (১৫ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ ঘোষণা আসে। খবর রয়টার্সের।
দেশটিতে রাস্তায় টহল দিচ্ছে বিপুল সংখ্যক সেনা সদস্য। আগামী এক মাস কার্যকর থাকবে বিধিনিষেধ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জারি হতে পারে কারফিউ-ও। পেরুর প্রতিরক্ষামন্ত্রী জানান, জাতীয় সম্পদ ও জনগণের জানমালের সুরক্ষায় সেনা সদস্যদের সাথে কাজ করবে পুলিশ বিভাগ। ক্ষমতাচ্যুত ও বন্দি প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৮ মাসের কারাদণ্ড দেয়ার আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এদিকে, সমর্থকদের কারাগারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন কাস্তিলো। গত বুধবার অভিশংসনের মাধ্যমে পেদ্রো কাস্তিলো ক্ষমতা হারান। দায়িত্ব নেন দিনা বোলুয়ার্তে। এরপরই রাজপথে নেমে আসে কাস্তিলোর সমর্থকরা। তার মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে শুরু হয় বিক্ষোভ; ছড়ায় সহিংসতা।
সূত্র: রয়টার্স