বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত। তিনি বলেন, দেশের অর্থনীতি এখন ধ্বংসপ্রায়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে এ অভিযোগ করেন তিনি।
এসময় মোশাররফ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। তাই সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন দেখতে চায় দেশের মানুষ ও আন্তর্জাতিক মহল। এসময় বিএনপি'র ১০ দফার সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নিপীড়ন চলছে। মির্জা ফখরুলসহ হাজারও নেতাকর্মী কারাগারে। যা সরকারের দমননীতি ও নগ্ন চরিত্রের বহিপ্রকাশ।
এর আগে সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে খুলে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধের দুয়ার। ঢল নামে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের।
এম জি