মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি ক্যাম্পিং সাইটে ভূমিধসের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। খবর বিবিসির।
ভূমিধসের সূত্রপাত কীভাবে তা স্পষ্ট নয়। ভারি বৃষ্টিপাত বা ভূমিকম্পের পর সাধারণত ভূমিধসের ঘটে। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে কোনও ভারি বৃষ্টিপাত বা ভূমিকম্প হয়নি। কাদায় চাপা পড়ে থাকতে পারে এমন লোকদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ।
ক্যাম্পিং সাইটে ৯০ জনের বেশি লোক ছিল। মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৫৩ জনকে উদ্ধার করেছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।
মালয়েশিয়ার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী নিক নাজমি বিন নিক আহমাদ টুইটারে বলেছেন, ‘প্রার্থনা করছি যেন নিখোঁজদের দ্রুত খুঁজে পাওয়া যায়’।
এম জি