বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মহান বিজয় দিবসের জাতীয় পতাকা টাঙাতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে সরোয়ার জাহান সাফি (৩০) নামের এক যুবক মারা গেছেন। তার বাবা মাফুজার রহমান ওরফে মাফু প্রামানিক আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে মসজিদের ছাদে পতাকা টাঙাতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মাফুজার রহমান ওরফে মাফু প্রামানিকের ছেলে সরোয়ার জাহান সাফি ঘটনাস্থলেই মারা যান। ছেলেকে বাচাঁতে এগিয়ে গিয়ে মাফু প্রামানিক গুরুতর আহত হন। পরে লোকজন তাকে হাসপাতালে নেয়।
সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাফী মন্ডল এসব তথ্য নিশ্চিত করেন।
এমজি