চট্টগ্রাম টেস্টে বাংলাদশকে ফলোঅনে না পাঠিয়ে আবার ব্যাট করে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারী ভারত। এতে করে সব মিলিয়ে ভারতের লিড দাঁড়িয়েছে ৫১২ রানের।
দিনের শেষ সেশনে সেঞ্চুরি করে ফিরেছেন শুভমান গিল। মেহেদী মিরাজের বলে ১১০ রান করে ফিরে যান এই ওপেনার। এরপর অবশ্য বিধ্বংসী হয়ে উঠেন চেতেশ্বর পূজারা। ৫২ ইনিংস পর টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন এ ডানহাতি ব্যাটার। তবে এবার ভুল করলেন না। ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে পুজারা ভারতের রানকে নিয়ে গেছেন চূড়ায়।
পূজারার সেঞ্চুরির পরপরই অধিনায়ক লোকেশ রাহুল ইনিংসের ঘোষণা করেন। ২ উইকেটে ভারতের রান ২৫৮। প্রথম ইনিংসে ২৫৪ রানে এগিয়ে থাকায় ভারতের লিড ৫১২। বাংলাদেশ ৫১৩ রানের লক্ষ্য পেয়েছে।
পূজারা ১৩০ বলে ১৩ বাউন্ডারিতে ১০২ রানে ও বিরাট কোহলি ২৯ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হওয়া বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। আজ আরো ১৫ ওভার খেলা হবে।
এর আগে ১ম ইনিংসে ভারত থামে ৪০৪ রানে। জবাব দিতে নেমে আগের দিনই পথ হারায় সাকিব আল হাসানের দল। এরপর শুক্রবার সকালে বাংলাদেশ দল ১ম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়। ফলোঅনে পড়ে টাইগাররা। কিন্তু ভারত ফলোঅন না করিয়ে নিজেরাই নামে ব্যাটিংয়ে।
এম জি