ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোহিনুর কেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩২ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১ কোটি ২৯ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৫ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ২০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৭ লাখ ৬৭ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– নর্দার্ণ জুটের ১৭.৭৫ শতাংশ, মনোস্পুল পেপারের ১৭.১০ শতাংশ, ইন্ট্রাকোর ১৪ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ১১.৪৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৪৪ শতাংশ, এপেক্স ফুডসের ১০.১৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৯.৪৭ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস