জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করনে।
খন্দকার মোশাররফ বলেন, ক্ষমতায় থাকতে সরকার যা ইচ্ছে তাই করছে। তবে, জনগণ এই সরকারকে আর দেখতে চায় না। তারা এই সরকারকে বিদায় দেওয়ার জন্য একমত হয়েছে।
তিনি দাবি করেন, ক্ষমতায় টিকে থাকতে রাতের সরকার সব সত্য ঘটনাকে বিকৃত করছে। তাদের ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনগণের ১০ দফা দাবি বিএনপির প্লাটফর্ম থেকে ঘোষণা করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, জনগণ আগেও দেশের সংকট মোকাবেলা করেছে এবং ভবিষ্যতে করবে। তারা রাস্তায় নেমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
খন্দকার মোশাররফ বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গুম হওয়া একটি পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সরকারের পেটুয়া বাহিনী তাকে অপমান করেছে। সরকার এগুলো কীভাবে লুকিয়ে রাখবে।
এম জি