দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় নিম্নমুখী হয়ে উঠেছে বাজার। এতে পাইকারদের মাঝে স্বস্তি ফিরেছে।
বাজারে দেখা যায়, দুদিন আগেও বন্দরে যেসব পেঁয়াজ পাইকারিতে কেজিপ্রতি ২৭-২৮ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে কমে তা ২২-২৩ টাকায় নেমেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ খানিকটা বেড়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বন্দর দিয়ে ১২টি ট্রাকে ৩৩৪ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিন গতকাল বিকাল ৫টা পর্যন্ত বন্দর দিয়ে ২১ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।
এনজে