রাষ্ট্র সংস্কারের ২৭ দফা রূপরেখা আগামী সোমবার ঘোষণা করবে বিএনপি। সেদিন বিকাল ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (১৮ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, দল সমর্থিত সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
এম জি