একটি পরিসংখ্যান অনুযায়ী ভারতে চলতি ২০২২ সালের বার্ষিক হিসাবে কয়লার চাহিদা বেড়েছে ৭ শতাংশ, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। এ বৃদ্ধির মূল কারণ সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বেড়ে যাওয়া। গ্রীষ্মে অন্যান্য যেকোনো সময়ের চেয়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় ভারতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ। যার চাহিদা মেটাতে উৎপাদন কেন্দ্রগুলোয় বেড়েছে কয়লার চাহিদা।
এ বিষয়ে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ভারত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কয়লা ব্যবহারকারী দেশ। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশটিতে কয়লার ব্যবহার বেড়েছে ১৪ শতাংশ। চলতি বছর বিশ্বে সবচেয়ে বেশি কয়লার চাহিদা বেড়েছে ভারতে। যার পরিমাণ ৭ শতাংশ। এর পরেই ৬ শতাংশ চাহিদা নিয়ে দ্বিতীয় স্থানে ইউরোপীয় ইউনিয়ন এবং শূন্য দশমিক ১৪ শতাংশ চাহিদা বেড়েছে চীনে।
আইইএর প্রতিবেদন বলছে, ভারতের কয়লা ব্যবহারের পরিমাণ ২০০৭ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিশ্বের কয়লার চাহিদা পরিচালিত হচ্ছে ভারতের নেতৃত্বে।
এনজে