ঘণ্টায় ১৬০ কি.মি বেগে চলবে ট্রেন
প্রকাশ: ২০১৬-০৪-০৫ ১৪:৩৭:২২

ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে চলবে ট্রেন! ভাবা যায়, হ্যা পাঠক নতুন দিল্লি থেকে আগ্রা স্টেশন পর্যন্ত ভারতের সবচেয়ে দ্রুতগতির এই ট্রেন চলাচলের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
আজ বিকালে এর উদ্বোধন করা হবে। ভারতের এক রেল কর্মকর্তা জানান, এই ‘সেমি-বুলেট’ ট্রেনটি ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ১৬০ কি.মি গতিবেগে দৌড়তে সক্ষম। ট্রেনটি যাতায়াত করবে হজরত নিজামুদ্দিন স্টেশন ও আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে।
প্রথম দিকে ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ১২০ কিমি/ঘণ্টা হবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন জানানো হয়েছে তুঘলকাবাদ-আগ্রা অংশে ট্রেনটি ১৬০ কিমি গতিতে দৌড়বে। সাধারণ যাত্রীরা ট্রেনটিতে যাতায়াত করার সুযোগ পাবেন আগামী ৬ এপ্রিল থেকে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













