এখনই অবসর নিচ্ছি না: মেসি
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১২-১৯ ১১:২১:১০

ম্যাচের আনুষ্ঠানিক শেষ। টাইব্রেকে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয় আর্জেন্টিনার। লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থাপিত পুরস্কার বিতরণে মঞ্চে সবার শেষে ডাক পড়লো লিওনেল মেসির। বিশ্বকাপের সোনালি ট্রফি উঠিয়ে ধরতে তর সইছিলো না আর্জেন্টাইন অধিনায়কের।
অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ফিফা সভাপতি মেসির হাতে তুলে দেন সেই ট্রফি। এরপর বিজয়ী মঞ্চে শুরু হয় উদযাপন। এর আগে অবশ্য বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে দ্বিতীয়বার গ্রহণ করেন গোল্ডেন বল।
২০১৪ সালেও মেসি গোল্ডেন বল জিতেছিলেন। তবে, সেবার চোখে মুখে ছিল রাজ্যের অন্ধকার। কারণ, বিশ্বকাপটাই যে হারিয়ে ফেলেছেন।
তবে, এবারের চিত্র ভিন্ন। কারণ শুধু গোল্ডেন বলই নয়, সঙ্গে জিতেছেন পরম আরাধ্য বিশ্বকাপের শিরোপাও। আর শিরোপা জিতেই আর্জেন্টাইন সুপার জানিয়ে দিলেন, তিনি এখনই থামছেন না।
কাতার বিশ্বকাপের ট্রফি হাতে মেসি বলেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে খেলে যেতে চাই।’
অনেকের ধারণা ছিলো, বিশ্বকাপ জয়ের পর জাতীয় দল আর আর্ন্তজাতিক ফুটবল থেকে অবসর নেবেন ৩৫ বছর বয়সী মেসি। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। তিন তারকা সম্বলিত জার্সি গায়ে চাপিয়ে খেলে যাওয়ার ঘোষণা দিলেন লিওনেল মেসি।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












