ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়লাভের পর ফ্রান্সে দাঙ্গা শুরু হয়েছে। বেশ কয়েকটি শহরে দাঙ্গা শুরু হয় বলে নেক্সটা টিভির বরাত দিয়ে জানিয়েছেন ইন্ডিয়া টুডে।
রোববার রাতে কাতারে পেনাল্টিতে ফ্রান্স আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরে যাওয়ার পর হাজার হাজার ফুটবল ভক্ত প্যারিস, নিস এবং লিয়নে রাস্তায় নেমে আসে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তায় বিশাল হট্টগোল এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এমনকি পুলিশ কর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করলেও অফিসারদের ওপর ঢিল ও আতশবাজি দিয়ে হামলা চালানো হয়। একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, ‘লিয়নে, একজন মহিলা দাঙ্গাবাজদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আক্রমণ করা হয়েছিল।’
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বিশ্বকাপে পরাজয়ে বিশৃঙ্খলার পর প্যারিসের রাস্তায় সশস্ত্র পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। ম্যাচের পর রাস্তায় নেমে আসে হাজার হাজার ফুটবল ভক্ত।
দ্য সানের রিপোর্টে বলা হয়েছে, যখন উত্তেজনাপূর্ণ খেলার পরে আগুন জ্বলছিল এবং আকাশে আতশবাজি ফুটছিল, তখন ফরাসি রাজধানীতে বিখ্যাত চ্যাম্পস-এলিসিস-এ ভক্তদের সাথে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়।
এম জি