আর্জেন্টিনার জয়ের পর খোলা ট্রাকে চড়ে আনন্দ উচ্ছ্বাস করায় শিশুসহ প্রায় ৮০ থেকে ৯০ আর্জেন্টাইন সমর্থকদের আটক করেছে পুলিশ।
সোমবার(১৯ডিসেম্বর) রাত দেড়টার দিকে শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে ট্রাকসহ তাদের আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
আটক সবাই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের। খেলার পর গভীর রাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রাম থেকে একটি খোলা ট্রাকে প্রায় ৮০ থেকে ৯০ জন আর্জেন্টাইন ভক্ত উচ্ছ্বাস করে বেড়াচ্ছিল। তাদের বয়স ৭ থেকে ১৮ বছরের মধ্যে। ট্রাক চালকও অপ্রাপ্ত বয়স্ক।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, কোনো প্রকার দূর্ঘটনার কবলিত হলে এসব ছোট বাচ্চারা প্রাণ হারাত। রাতেই শিশু-কিশোরদের তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ট্রাক চালক অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে।
ওসি বলেন, আনন্দ করতে কোনো বাধা নেই। তবে সেটা নিরাপদভাবে করতে হবে।
আই এইচ