কানাডার টরন্টো শহরের উপকণ্ঠে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত ও আরও একজন আহত হয়েছেন।
কানাডার স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় টরন্টোর উত্তরে ভগান এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ প্রধান জিম ম্যাকসুইন জানান, রোববার আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে গোলাগুলির সময় সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু ঘটেছে।একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার জীবনের ঝুঁকি নেই বলে নিশ্চিত করা হয়েছে।হামলার উদ্দেশ্য তদন্ত করছে পুলিশ। হামলার শিকার এবং পুরুষ সন্দেহভাজনের মধ্যে কোন সংযোগ ছিল কিনা সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি একাই হামলা চালিয়েছে বলে অভিযোগ।
টরন্টো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে শহরতলিতে ভন শহরে অবস্থিত বিল্ডিংয়ের বিভিন্ন অ্যাপার্টমেন্টে ক্ষতিগ্রস্তদের পাওয়া গেছে। হামলার পর দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল এবং কয়েক ডজন অ্যাম্বুলেন্স ও পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত ছিল।
কানাডায় সম্প্রতি বন্দুক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে সম্প্রতি হ্যান্ডগান নিষিদ্ধ করার আইন প্রণয়ন করতে প্ররোচিত করা হচ্ছে।
কানাডায় সবচেয়ে ভায়বহ বন্দুক হামলার ঘটনা ঘটে ২০২০ সালের এপ্রিলে। পুলিশ সদস্যের ছদ্মবেশে এক বন্দুকধারী পূর্বাঞ্চলীয় প্রদেশ নোভা স্কটিয়াতে ২২ জনকে হত্যা করেছিল।
এই বছরের সেপ্টেম্বরে, সাসকাচোয়ান প্রদেশের একটি বিচ্ছিন্ন আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তি ১১ জনকে ছুরিকাঘাতে হত্যা করে এবং ১৮ জনকে আহত করেছিল।
আগ্নেয়াস্ত্র-সম্পর্কিত সহিংস অপরাধ কানাডার সমস্ত সহিংস অপরাধের ৩ শতাংশেরও কম - কিন্তু ২০০৯ সাল থেকে হত্যা বা আহত করার অভিপ্রায়ে বন্দুক থেকে গুলি চালানোর মাথাপিছু হার পাঁচগুণ বেড়েছে।
নোভা স্কটিয়া শুটিংয়ের কয়েকদিন পর, ২০২০ সালের মে মাসে ১৫০০ ধরনের সামরিক-গ্রেড বা অ্যাসল্ট-স্টাইলের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করেছিল কানাডা।
আই এইচ