ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বসবাসকারীদের ট্যাক্স দিতে সিটি করপোরেশনে না আসার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সব জায়গার মতো সিটি করপোরেশনেও কিছু অসৎ ব্যক্তি আছে, তারা তখন দেখিয়ে দেয়, আকাশের যত তারা, সিটি করপোরেশনের তত ধারা। সুতরাং এ ধারার মধ্যে যাবেন না। অনলাইনে ট্যাক্স দিন।
সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ নম্বরে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গুলশান সেন্ট্রাল পার্কের নামকরণ করা হয়েছে ‘শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, দুই বছর আগে আপনারা সিটি করপোরেশনে যেতেন, এখন সময় বদলেছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন। আমরা ট্রেড লাইসেন্সও অনলাইনে দেওয়া শুরু করেছি। ট্রেড লাইসেন্স আনতে গেলে যে ভোগান্তি হতো, সেটা আমরা চাই না। অনলাইনে কোনো ভোগান্তি হবে না এবং অসাধু যারা আছে তারাও কোনো ফায়দা নিতে পারবে না।যারা নিজ বাড়িতে রেইন হার্ভেস্টিং করবে তাদের ১০ শতাংশ দিবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ ছাড়া যারা প্রকৃত ছাদ প্রদান করবেন, অর্থাৎ যাদের ছাদবাগানে মশা জন্মাবে না এবং কার্যকর ছাদবাগান নির্মাণ করবেন তাদের জন্য ছাড় দেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশকে যদি আমরা ভালোবাসতাম তাহলে আজকে মাঠ দখল হতো না, ফুটপাত দখল হতো না, খালের জায়গা দখল হতো না। আমরা মুখে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সঙ্গে আবার জায়গাও দখল করি। খালের পাড়ে যারা অবৈধভাবে দখল করেছে, তাদের বলতে চাই, নিজেরা অবৈধ দখল সরিয়ে নিন। নইলে বুলডোজার যখন যাবে, তখন কিন্তু আর সীমানা মাপা হবে না যে কতখানি দখল করেছেন, কতখানি বৈধ জায়গা।
আতিকুল ইসলাম বলেন, গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এসব লেকগুলোতে আমরা মাছ ছাড়তে গিয়েছিলাম। কিন্তু সেখানে পানি দূষণের কারণে আমরা মাছ ছাড়তে পারিনি। জীব ও বৈচিত্র্য আনতে পারিনি। কারণ অভিজাত এলাকায় অভিজাত শ্রেণির মানুষরাই তাদের বাড়ির পয়ঃবর্জ্যের লাইন সরাসরি এখানে যুক্ত করে দিয়েছে। এসব এলাকায় যাদের অবৈধভাবে লাইন দিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে আমরা আগামী ৪ জানুয়ারি থেকে অভিযান শুরু করব। আমরা তালিকা তৈরি করেছি এখানে কেউ ছাড় পাবেন না। নাগরিকদের বলব, আপনারা শহরের যেখানে যে কোনো সমস্যা দেখবেন, আপনারা শুধু ছবি তুলে ঢাকা অ্যাপে সমস্যার কথা জানিয়ে দেবেন। আমরা তাৎক্ষণিক সেটার ব্যবস্থা নেব, নাগরিক সুবিধার্থেই সবার ঢাকা অ্যাপ নিয়ে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
মাদকমুক্ত সমাজ গড়তে মাঠের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, অনেক স্কুল ছুটির পর মাঠে তালা দিয়ে দেওয়া হয়। আমি অনুরোধ করব, এই মাঠগুলো যদি সিটি করপোরেশনকে দেওয়া হয়, তাহলে আমরা সেটার দেখভাল করে স্কুল ছুটির পরও এলাকাবাসীর জন্য খোলা রাখতে পারব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদের মেয়ে ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা,ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান প্রমুখ।
শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কটি আগে গুলশান সেন্ট্রাল পার্ক নামে পরিচিত ছিল। প্রায় সাড়ে ৮ একর জায়গার ওপর অবস্থিত পার্কটি আধুনিকায়ন শেষে নাম পরিবর্তন হয়েছে। এতে লাগানো হয়েছে প্রায় আড়াই হাজার দেশি গাছ। এ ছাড়া পার্কটিতে বাসিন্দাদের হাঁটার জন্য আধুনিক রাস্তা করা হয়েছে। আছে শিশু ও বড়দের খেলার জায়গা এবং মাঠ, জিমনেসিয়াম, টয়লেট এবং রেইন ফরেস্ট। বাইরে থেকে যাতে পথচারীরা পার্কটির সৌন্দর্য উপভোগ করতে পারেন এজন্য নিচু করে প্রাচীর দেওয়া হয়েছে।
আই এইচ