কাতার বিশ্বকাপ জয় করা লিওনেল মেসিদের বরণ করে নিতে মঙ্গলবার আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানী বুয়েন্স আয়ার্সে মেসিদের বরণ করে নেওয়া হবে। বিশ্বকাপ জয়ী আলবিসেলেস্তেরাও অংশ নেবে এই আয়োজনে।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘বিশ্বজয়ী দল মঙ্গলবার বিকেলে ওবেলিস্তে ফ্যানদের সাথে সেলিব্রেশনে যোগ দেবে।’
আর বিশ্বকাপ জয়ের পর রবিবার থেকেই বুয়েন্স আয়ার্সে অবস্থান নিয়েছে লাখ লাখ মানুষ। তারা মেসিদের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত হয়ে আছেন।
সূত্র: ইএসপিএন