পাকিস্তানের উত্তর অঞ্চলের মিরানশাহ জেলায় আত্মঘাতী বোমা হামলায় এক সেনা সদস্য ও দুজন বেসামরিক লোক নিহত হয়েছেন। খবর ডেইলি ডনের।
সোমবার (১৯ ডিসেম্বর) ওয়াজিরিস্তান প্রদেশে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরকটি ওই এলাকায় রাখা একটি মোটরসাইকেলে পাতা ছিল। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর পাঁচ দিন আগে একই জেলায় আরেকটি আত্মঘাতী বিস্ফোরণে এক সেনা ও একজন বেসামরিক নিহত এবং আরও ৯ জন বেসামরিক আহত হয়েছিল।
এম জি