টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো নিজের দেশের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে তারা। করাচি টেস্টের চতুর্থ দিনে স্বাগতিকদের ৮ উইকেট হারিয়েছে ইংলিশরা। ফলে তিন ম্যাচের সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।
করাচি টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের জন্য ইংলিশদের রান দরকার ছিল মাত্র ৫৫ রান। ৩৮ মিনিটে কোনো উইকেট না হারিয়ে এই রান তুলে নেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার অধিনায়ক বেন স্টোকস এবং বেন ডাকেট। স্টোকস ৩৫ এবং ডাকেট ৮২ রানে অপরাজিত থাকেন।
এর আগে করাচি টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের ৭৮ রানে প্রথম ইনিংসে ৩০৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে হ্যারি ব্রুকের শতকে ইংলিশদের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৪ রানে।
কিন্তু দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে অলআউট হয় বাবর আজমের দল। ফলে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ছিল ১৬৭ রানের। আর জবাবে দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ১৭০ রান করে ইংল্যান্ড। ম্যাচ সেরা এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
আই এইচ