পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারা ধনী দেশ হিসেবে হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। এগুলো নিয়ে অত চিন্তিত নই।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। এবছর দুই দেশের মধ্যে ১৬টি বৈঠক হয়েছে। আমাদের সম্পর্ক ভালো বলেই তারা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। আতঙ্কের কারণ নাই।
ভ্রমণ সতর্কতার বিষয়ে মোমেন বলেন, এটি তাদের দায়িত্ব।
বিএনপির ২৭ দফা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশে সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের রাজত্ব কায়েম করেছে, সংখ্যালঘু ও কূটনীতিকদের ওপর হামলা চালিয়েছে, ২০১৩-১৪ সালে মানুষকে পুড়িয়েছে, তারা এখন মানবাধিকারের কথা বলে। ওদের নিজেদের ঘর ঠিক করা উচিত।
এএ