বৈশ্বিক বাজারে আগমী বছর তামার দাম কমে পাউন্ডপ্রতি ৩ ডলার ৭০ সেন্টে নামতে পারে। সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় ধাতুটির বাজার নিম্নমুখী হয়ে উঠবে। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে চিলিয়ান কপার কমিশন।
এ বিষয়ে রাষ্ট্রমালিকানাধীন সংস্থাটির এক বিবৃতিতে চিলির খনিজ সম্পদমন্ত্রী মার্সেলা হার্নান্দো বলেন, আগামী বছর ব্যবহারিক ধাতুটির সরবরাহ ৩ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে। এমন প্রত্যাশার কারণেই দাম কমার পূর্বাভাস দেয়া হয়েছে। ওই বছর চাহিদা বাড়তে পারে ২ দশমিক ৪ শতাংশ। সরবরাহের তুলনায় চাহিদার পরিমাণ কম থাকায় বাজারে বিপুল পরিমাণ তামার উদ্বৃত্ত তৈরি হতে পারে।
চিলিয়ান কপার কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জোয়াকিন মোরালেস বলেন, চীনের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার কমে যাওয়া, অব্যাহত মূল্যস্ফীতি, লম্বা সময় ধরে উচ্চমাত্রার সুদের হার এবং ইউরোপের অর্থনীতিতে মন্দাও মূল্য পূর্বাভাস কমাতে সহায়তা করেছে।
এদিকে চলতি বছরও দাম কমার পূর্বাভাস দেয়া হয়েছে। এ সময় প্রতি পাউন্ড তামার গড় মূল্য দাঁড়াতে পারে ৩ ডলার ৯৮ সেন্টে।
সংস্থাটি জানায়, চলতি বছর চিলির খনিগুলো থেকে সব মিলিয়ে ৫৩ লাখ টন তামা উত্তোলন হতে পারে, গত বছরের তুলনায় যা ৫ দশমিক ৮ শতাংশ কম। তবে আগামী বছর উত্তোলন ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫৭ লাখ টনে উন্নীত হতে পারে।
এনজে