একদিনেরও কম সময়ের জন্য বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকায় আসছেন ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। আলী বাঘের কানি একজন শীর্ষ পরমাণুবিষয়ক আলোচক।
বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছানোর পর তিনি ঢাকার তেহরান দূতের সঙ্গে বৈঠক করবেন। তারপর সেগুনবাগিচা যাওয়ার কথা তার।
জানা গেছে, আলী বাঘেরি কানি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সাম্প্রতিক সময়ের হিসেবে এই সফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ইরান। ঢাকাও বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি জ্বালানি সংকটের সমাধান খুঁজবে।
এম জি