ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা ছেড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এর আগে দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্রও নিয়েছেন তিনি। এনওসি নিতে এসে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই তরুণ পেসার।
প্রথমবারের মতো এই লিগ খেলতে যাওয়ার আগে কতটা ভয় অনুভব করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মুস্তাফিজ বলেছিলেন, ‘আসলে সেভাবে ভয় পাচ্ছি না। আইপিএল খেলতে একা যাচ্ছি, এটাতেই একটু ভয় লাগছে। তবে খেলা নিয়ে কোনো ভয় নেই। যেভাবে খেলে এসেছি, সেভাবেই খেলতে চাই।’
এবারের আইপিএলের আসরে মুস্তাফিজ খেলবেন হায়দ্রাবাদ সানরাইজার্সের হয়ে। তাকে ১ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে দলটি। ১২ এপ্রিল প্রথম ম্যাচে তার দল মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
এ ছাড়া কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে রাত ৮টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের।