কয়েকদিন ধরেই ছিল জোর গুঞ্জন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদে থাকছেন না রমিজ রাজা। শেষ পর্যন্ত তাই হয়েছে। বরখাস্ত করা হয়েছে তাকে। তার জায়গায় ফিরছেন পিসিবির সাবেক প্রধান নাজাম শেঠি।
রমিজ পিসিবির প্রধান থাকা অবস্থায় পাকিস্তান ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয়। চলতি বছর একই টুর্নামেন্টের ফাইনালে উঠলেও পারেনি শিরোপা জিততে। ফাইনালে হারতে হয় ইংল্যান্ডের কাছে।
বিশ্বকাপের পর ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর রমিজ রাজা ছিলেন উত্তপ্ত উনুনের ওপর। অবশেষে বরখাস্ত হতে হলো।
বুধবার পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রমিজের জায়গায় এরই মধ্যে সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠির নিয়োগের ব্যাপারটি অনুমোদন করেছেন। এর আগে ২০১৮ সালে পিসিবির দায়িত্ব ছেড়েছিলেন নাজাম শেঠি। ২০২১ সালের সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন রমিজ রাজা।
এএ