দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে রসুনের দাম। দেশীয় রসুনের সরবরাহ ও আমদানি কমে যাওয়ায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজারে দেখা যায়, এক সপ্তাহ আগে প্রতি কেজি রসুন ৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৮০ টাকায় উঠেছে। হঠাৎ রসুনের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা আমদানি বাড়ানোর দাবি জানিয়েছেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম বলেন, কেউ যেন অন্যায়ভাবে পণ্যের মূল্যবৃদ্ধি করতে না পারে, সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। এর পরও বাড়তি দামে পণ্য বিক্রির কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এনজে