ছাত্রকে মোবাইল উপহার শিক্ষিকার। আর তার কিনে দেওয়া মোবাইলেই একের পর এক পৌঁছে যাচ্ছে অশ্লীল ম্যাসেজ। সঙ্গে তার নানা ধরণের ছবি। এমনটাই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের নিউকাসল স্কুলে। যদিও শেষ রক্ষা হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসার পর ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ধৃত ওই শিক্ষিকা ক্রমশ তার ছাত্রের উপর আকৃষ্ট হয়ে পড়েছিলেন। আর তা থেকেই প্রতি রাতে ছাত্রের সঙ্গে কথা বলতে চাইতেন। সেজন্যে নিজে পয়সা খরচ করে মোবাইল কিনে দেন তিনি। রোজ রাতে তিনি অশ্লীল মেসেজ পাঠাতেন, সঙ্গে নানান ধরণের ছবিও। অবশ্যই সেটা অশ্লীল। এমনকি, সকালে স্কুলেই ছাত্রটিকে হুঁশিয়ারি দিতেন মেসেজ ডিলিট করে ফেলার। সম্ভবত ছাত্রটির পরিবারের এক সদস্য একদিন ওই মোবাইল হাতে পেয়ে যান। তার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে।