রাজধানীর সূত্রাপুরে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত নাজিম উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের ছাত্র। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার এএসআই আওয়াল জানান, রাতে ডিউটি শেষে তিনি লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলেন। পথে একরামপুর মোড়ে দেখতে পান এক যুবক পড়ে আছে। এ সময় স্থানীয়রা তাকে জানান, কয়েকজন যুবক প্রথমে তাকে গুলি করে। পরে ছুরিকাঘাত করে। তিনি স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশের ময়না তদন্তের জন্য রাজধানীর মিটফোর্ট হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে সে সময় আশপাশের দোকানপাট বন্ধ পাওয়া যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।