পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস শেয়ারহোল্ডারদের গত অর্থবছরের জন্য ঘোষিত ১০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।
শনিবার (২৪ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফরমে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
কোম্পানির সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরে মোট বিক্রি হয়েছে ৬ হাজার ৬৪১ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৮১ শতাংশ বেশি।
এই বছরে কোম্পানির নিট (করপরবর্তী) মুনাফা হয়েছে ১ হাজার ৮১৮ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৯৮ শতাংশ বেশি।
প্রতিবেদন অনুসারে ২০২১-২২ অর্থবছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ ১ হাজার ৪৭২ কোটি টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।
সভায় ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আফযাল হাসান উদ্দিন ও এসএম রেজাউর রহমান, হেড অফ একাউন্টস অ্যান্ড ফাইনান্স মো. কবির রেজা, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং কোম্পানি সেক্রেটারি খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারহোল্ডারদের অনেকেই কোম্পানির বর্তমান ও ভবিষ্যত কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন। সভা শেষে স্যামুয়েল চৌধুরী কোম্পানির কার্যক্রমে আস্থা ও সমর্থন দেওয়ায় শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।
এএ