উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে ১৮ জন শ্রমিক ভেতরে আটকা পড়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কাজাখিস্তানের সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইইনিং কাউন্টির খনিতে এ ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনার সময় খনিতে ৪০ জন শ্রমিক খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন। এমন সময় ধস শুরু হলে ভেতরে আটকা পড়ে শ্রমিকরা। পরে উদ্ধারকর্মীরা ২২ জনকে উদ্ধার করলেও এখনও ভেতরে ১৮ জন আটকা রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।
সম্প্রতি গণমাধ্যমের তৎপরতার কারণে খনির নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ফলে কমে এসেছে দুর্ঘটনার হার।
এম জি