ভোলার মেঘনা নদীতে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজটি ডুবে যায়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাজ থেকে উদ্ধার হওয়া স্টাফরা জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে জাহাজটি চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা অয়েল কোম্পানির ডিপুর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে তুলাতুলি মেঘলা নদীতে বালুবাহী বলগেট জাহাজটিকে পেছন থেকে ধাক্কা দিলে জাহাজের ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি প্রবেশ করতে শুরু করে এবং একপর্যায়ে ডুবে যায়। এ সময় জাহাজের স্টাফরা চিৎকার করলে অপর একটি বালুবাহী বলগেট এসে তাদের ১৩ জনকে উদ্ধার করে।
জাহাজের স্টাফদের দাবি, জাহাজে প্রায় ৯ কোটি টাকার তেল ছিল।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, খবর পেয়ে তারা সকালের দিকে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়রা তেল নেওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যায়। জাহাজটিকে উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।
এম জি