ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে ফেরি ও লঞ্চ বন্ধ রাখা হয়। এতে নদী পারের অপেক্ষায় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।
এম জি